হঠাৎ ফেসবুকের কী হলো, জানতে চান ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার হঠাৎ ডাউন হতে দেখা গেছে। ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন। কোনোভাবেই লগইন করা যাচ্ছে না জনপ্রিয় এ সামাজিক মাধ্যমটিতে। এ অবস্থায় ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের কৌতূহল দেখা যাচ্ছে। হঠাৎ কী হয়েছে বিশ্বের বহুল ব্যবহারকারী সামজিক মাধ্যমটির?
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যা দেখা দেয়।
বিজ্ঞাপন
ব্যবহারকারীরা জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।
আরও পড়ুন
ওয়েবসাইট পর্যবেক্ষক ডাউনডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।
রাত ১০টার দিকে ডাউনডিটেক্টরে দেখা যায়, রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন— কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে?
ডাউনডিটেক্টরের মন্তব্যের ঘরে ব্যবহারকারীদের এমন অসংখ্য প্রশ্ন দেখা যায়। যদিও এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।
ডাউনডিটেক্টর ছাড়াও ট্র্যাকিং ওয়েবসাইট, অ্যাপ এবং বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক বিভ্রাটের বিষয়টি রিপোর্ট করছেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে এ অভিযোগের সংখ্যা আজ রাত ১০টার পর থেকে আকস্মিকভাবে বৃদ্ধি পায়।
এমজে