ফাইল ছবি

আজ ঢাকাবাসীর দিন শুরু হয়েছে মেঘলা আকাশ মাথায় নিয়ে। সকাল ৭টার দিকেই কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। 

মেঘলা আকাশ ও এই বৃষ্টির জন্য সকালে যারা অফিস বা স্কুল-কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন তারা বাড়তি সতর্কতা নিয়ে বের হয়েছেন। শীত শেষে মৌসুমের প্রথম ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছেন অনেকেই। 

আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যার দেওয়া পূর্বাভাসে বলেছিল— রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  

এ ছাড়া গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এনএফ