রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো।

শনিবার (২ মার্চ) ঢাকায় জাপান দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাপান দূতাবাস জানায়, অগ্নিকাণ্ডের পর জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে পাঠানো এক বার্তায় এ শোক জানিয়েছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি শপিংমলে বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি ভীষণ মর্মাহত। ওই ঘটনার ভুক্তভোগী ব্যক্তিদের জন্য আমার প্রার্থনা রইল। শোকাহত পরিবারগুলোর প্রতি জানাচ্ছি আমার গভীর শোক-সমবেদনা। বাংলাদেশের জনগণ ও সরকারকে আমি আমার গভীর সমবেদনা জানাই।

গত বৃহস্প‌তিবার রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত  ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা কেউ শঙ্কামুক্ত নন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

এনআই/পিএইচ