পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সম্পাদক গোলাম মোস্তফা
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম পুননির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
শনিবার রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সাধারণ সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ও এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এআর/এসকেডি