বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোট নামে দুটি সংগঠন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে প্রতিবাদী সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এর দায় সাধারণ জনগণ নেবে না। এখন জনগণের কাঁধে এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। দাম না বাড়িয়ে বরং দক্ষ ব্যবস্থাপনার ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব।

তারা বলেন, রেন্টাল, কুইক রেন্টাল এখনো বন্ধ করা হয়নি। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল করা হয়নি। অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার বোঝা জনগণের কাঁধেই চাপানো হচ্ছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি আমরা। সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কশাঘাতে জনজীবন অতিষ্ঠ। এরপর বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বাড়াবে। তারাও দাম বাড়িয়ে জনগণের কাঁধে ওই উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধির বোঝা চাপাবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় জনতার জোটের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি রাসেল কবির, ন্যাপ  ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানী, বাংলাদেশ সর্বজনীন দলের মহাসচিব সাহেল আহমেদ সোহেল, বাংলাদেশ তিসরী ইনসাফ পার্টির সভাপতি মিনহাজ প্রধান, জাতীয় জনতার জোটের মুখ্য সমন্বয়কারী চাষী মাসুম প্রমুখ।

এএসএস/এসকেডি