বিদ্যুতের ‘মূল্য সমন্বয়ে’র যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বা সমন্বয়ের ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেয় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ক তে প্রদত্ত ক্ষমতাবলে, জনস্বার্থে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করতে হুইলিং চার্জ, বিদ্যুতের পাইকারি মূল্য হার ও খুচরা মূল্যহার এবং বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য চার্জ/ফি পুনঃনির্ধারণ করেছে।
বিজ্ঞাপন
এবার বিদ্যুতের পাইকারি মূল্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা সমন্বয় করা হয়েছে (প্রতি ইউনিট ৬.৭০ টাকা হতে ৭.০৪ টাকা হয়েছে, গড় সমন্বয়-৫%)।
আরও পড়ুন
এছাড়া খুচরা পর্যায়ে প্রতি ইউনিট গড়ে ৭০ পয়সা সমন্বয় করা হয়েছে (প্রতি ইউনিট ৮.২৫ টাকার বিপরীতে ৮.৯৫ টাকা হয়েছে, গড় সমন্বয় ৮.৫০%)।
অপরদিকে লাইফ লাইন গ্রাহকের ৪.৩৫ টাকা হতে ৪.৬৩ টাকা করা হয়েছে, সমন্বয় ২৮ পয়সা (১ কোটি ৬৫ লক্ষ লাইফ লাইন গ্রাহক রয়েছে)।
বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বিদ্যুৎ বিভাগ মনে করে, এই সমন্বয় গ্রাহকদের কাছে সহনীয় হবে। নতুন মূল্যের বিল ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
ওএফএ/এসকেডি