রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় ভেতরে আটেকে পড়া মানুষদের উদ্ধারে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

রাত ১১ টায় সরেজমিনে দেখা যায়, ভবনের তিন তলায় কিছু লোক আটকে পড়েছেন। তারা বাঁচার আকুতি জানান এবং তাদের দ্রুত উদ্ধারের জন্য বলেন। পরে তাদের ডাকে সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের টার্ন টেবল লেডার (টিটিএল) ব্যবহার করে তৃতীয় তলায় পৌঁছান উদ্ধারকারীরা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় তলার কাঁচ ভেঙে আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান শুরু করেন।

ভবনটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ঘটনায় ভবনটির ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন। যে ভবনটিতে আগুন লেগেছে সেটিতে কাচ্চিভাইসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ধারণা করা হচ্ছে আটকে পড়াদের অনেকে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এমএইচএন/এমএসি/এমটিআই