সরকারিভাবে বড় ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশ
এবার রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি না করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিজের কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
আরও পড়ুন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ প্রধানমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশনা এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেটা হলো রমজান মাসে এ রকম কোন বড় ইফতার পার্টি নামে কোনো কিছু উদযাপন করা যাবে না। সরকারিভাবে করা যাবে না, সেটির বিষয়ে তিনি (প্রধানমন্ত্রী) সবাইকে সতর্ক করেছেন। সরকারিভাবে করবে না, বেসরকারিভাবেও নিরুৎসাহিত করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন কারো যদি এ রকম ইচ্ছা থাকে তাহলে সেই অর্থ দিয়ে খাদ্য কিনে গরিব মানুষদের মধ্যে যেন বিতরণ করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইফতার পার্টি কোনো ধর্মীয় ইস্যু নয়। আপনাকে এটা বুঝতে হবে যে আমরা যেন অপচয় না করি, আমরা যেন লোক দেখানো কার্যক্রমে নিজেদের নিয়োজিত না করি। ওই টাকাটা যদি আপনি কাউকে বা কারো কল্যাণে ব্যবহার করতে চান, ওটা দিয়ে তো আপনি গরিব মানুষকে সাহায্য করতে পারবেন। আমি আপনি বসে একটু খেলাম, ওখানে অনেক অপচয় হলো, খাদ্যের অপচয় হলো, অর্থের অপচয় হল, এটার তো কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যৌক্তিকতা নেই।
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।
এসএইচআর/এসকেডি