ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণের অপরাধে ৭৫ যাত্রীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। গতকাল ২৬ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।  

অসীম কুমার লিখেছেন, ‘২৬ ফেব্রুয়ারি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি। আজ মূলত দুটি বিষয় পরিদর্শন করার পালা। একটা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা আর একটা হলো বিনা টিকিটের যাত্রীদের শনাক্তকরণ। এই ট্রেনটি সকাল ৬টায় ঢাকা থেকে সাধারণত ছেড়ে আসে। এত সকালে যারা ট্রেনে পানি দেবেন কিংবা পরিষ্কার করবেন তারাই সঠিক সময় হাজির না হওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা সঠিকভাবে হয়নি। তাছাড়া পরিষ্কার করার আগেই ট্রেনে যাত্রী উঠে পড়ায় কাজটি জটিল হয়ে পড়ে।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘টিকেট চেকিং এর সময় লক্ষ্য করলাম এক ব্যক্তি দ্রুততার সঙ্গে আমাদের পাস করার চেষ্টা করলেন। জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি ওয়াশ রুমে যাবেন কিন্তু টিকিট দেখাতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি তা দেখাচ্ছিলেন না। তাকে টিকিট কাটানো হলো কিন্তু এরপর আর ওয়াশরুমে গেলেন না। এক যাত্রীর নিকট টিকিট চাইলে তিনি অন বোর্ড অ্যাটেনডেন্টের কাছে চলে গেলেন এবং তার আত্মীয় বলে পরিচয় দিলেন। তার কাছে টিকিট চাইলে তিনি তা দেখাতে চাচ্ছিলেন না। বাধ্য হয়ে যাত্রী ও অ্যাটেনডেন্টের দুজনেরই টিকিট কাটানো হলো। আজকে যাত্রী সংখ্যা ছিল যথেষ্ট কম, মাত্র ৭৫ জন টিকিট বিহীন যাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ১৭ হাজার ১২০ টাকা আদায় করা হলো।’

এমএইচএন/এসকেডি