আমদানি করা বেতার যন্ত্র, তরঙ্গসহ এ সংক্রান্ত বিভিন্ন সেবায় রাজস্বের রেটলিস্ট (মূল্য তালিকা) হালনাগাদের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেজন্য ভোক্তা পর্যায়ে এ বিষয়ে প্রস্তাবিত রেটলিস্টের বিপরীতে তাদের মতামত জানতে চেয়েছে কমিশন। গ্রাহকরা কমিশনের প্রস্তাবিত রেটলিস্টের ব্যাপারে মতামত আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে ইমেইল পাঠিয়ে জানাতে পারবেন।

সম্প্রতি বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়ার সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে বেতার যন্ত্র, তরঙ্গ, তালিকাভুক্তি, পারমিট ইত্যাদিসহ বেতারযন্ত্রের আমদানি ও ব্যবহারে লক্ষ্যে সরকারি রাজস্ব আদায়ের মানদণ্ড হিসেবে সরকার অনুমোদিত মূল্য তালিকা ব্যবহার করা হয়। বৈশ্বিক টেলিযোগাযোগ খাতের পরিবর্তন বিবেচনায় কমিশনের এখতিয়ারভুক্ত সব ধরনের টেলিযোগাযোগ পণ্য, বেতার তরঙ্গ, লাইসেন্স, পারমিট ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য রাখা হয়। একইসঙ্গে এর ধরন, প্রভাব, পরিমাণ, ব্যবহার প্রকৃতি ও পদ্ধতিসহ ইত্যাদি বিবেচনায় নিয়ে চলমান রেটলিস্ট হালনাগাদ করা হবে। সেজন্য জনমত গ্রহণ করা আবশ্যক বলে বিবেচনা করা হয়েছে। তাই, প্রস্তাবিত রেটলিস্টটি নিয়ে সবার মতামত সংগ্রহের জন্য প্রকাশ
করা হলো।

একইসঙ্গে এই রেটলিস্টের ব্যাপারে প্রয়োজনীয় মতামত ইমেইলের বিষয়ে ‘ ওপিনিয়ন অন রেটলিস্ট’ উল্লেখ করে zakaria@btrc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। প্রস্তাবিত রেটলিস্টটির ব্যাপারে মতামত আগামী ২৯ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত পাঠানো যাবে বলেও জানানো হয়েছে।

আরএইচটি/এমএ