ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আর্থিক বিবরণী প্রস্তুত করতে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ডিএনসিসির হিসাব বিধি প্রণয়ন, প্রারম্ভিক রেওয়ামিল এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য এবং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ৫ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে।

পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একজন শিক্ষক এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট অব বাংলাদেশের একজন উপযুক্ত প্রতিনিধি।

এএসএস/এসকেডি