জাকার্তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে নতুন স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে দূতাবাসের কর্মচারী, স্থানীয় প্রবাসী বাংলাদেশি, ইন্দোনেশিয়ার শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইউনেস্কোর প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পণ করেন।
বিজ্ঞাপন
দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত তারিকুল ইসলাম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মাতৃভাষা লালনের গুরুত্ব ও জাতি গঠনে মাতৃভাষার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং জাকার্তায় বসবাসরত শিশু কিশোরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এনআই/এসএম