করোনা আক্রান্ত রোগীদের সেবায় চট্টগ্রাম মহানগরীর প্রতিটি থানায় অক্সিজেন ব্যাংক গড়ে তোলা হয়েছে। জরুরি প্রয়োজনে করোনা আক্রান্ত রোগীরা থানায় যোগাযোগ করে বিনা মূল্যে অক্সিজেন সুবিধা নিতে পারবেন।

বুধবার (২১ এপ্রিল) থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এ সেবা উদ্বোধন করা হয়েছে। সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ( মিডিয়া) শাহ মোহাম্মদ আবদুর রউফ ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে প্রতি থানায় তিনটি করে অক্সিজেন  সিলিন্ডার দেওয়া হয়েছে। এছাড়াও যদি দরকার হয় তাহলে কেন্দ্রীয়ভাবে রাখা অক্সিজেন ব্যাংক থেকে সিলিন্ডার সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হবে।

শাহ মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত যে কোনো ব্যক্তি জরুরি প্রয়োজনে সিএমপির থানায় রাখা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে পারবেন। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে পুনরায় সেই সিলিন্ডার রিফিলও করা যাবে।

সারাদেশের মতো বন্দর নগরী চট্টগ্রামেও করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির ফুসফুসে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। যথা সময়ে অক্সিজেন না পাওয়ায় অনেকেই মারা যাচ্ছেন। বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় অক্সিজেন ব্যাংক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

কেএম/এসকেডি