এবার বিমানের সিটের হেলান দেওয়ার অংশে মিলল সোনা
কোনো সময় বিমানের সিটের নিচে, আবার কোনো সময় লাইফ জ্যাকেট কিংবা বাথরুমে পরিত্যক্ত অবস্থায় সোনার বার পাওয়া যায়। তবে এবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের হেলান দেওয়ার অংশে পাওয়া গেছে ৬৪ পিস সোনার বার।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওমানের মাস্কাট থেকে আসা একটি ফ্লাইটে এ অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওমান এয়ারলাইন্সের ফ্লাইট ডব্লিউআই ৩১৩ চট্টগ্রামে পৌঁছে। বিমানে সোনার চোরাচালানের আগাম তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দার একটি টিম। এরপর বিমানের ৩৫ (এফ) নম্বর সিটের পেছনের অংশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪ পিস সোনার বার পাওয়া যায়।
অভিযানে থাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা (আরও) আল আমিন প্রধান বলেন, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।
তিনি আরও বলেন, চোরাচালানে জড়িতরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। এর আগে যতগুলো অভিযান চালিয়েছে বেশিরভাগ সিটের নিচে পেয়েছি অথবা লাইফ জ্যাকেট অথবা বাথরুমে সোনার বার পেয়েছি। এবারই প্রথম সিটের পেছনে, যেখানে হেলান দেওয়া হয় সেখানে সোনার বার পাওয়া গেছে।
এমআর/এমএ