নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার প্রধানমন্ত্রী মিউনিখ সফর উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী ক‌বে নাগাদ দি‌ল্লি সফর কর‌বেন জান‌তে চান সাংবা‌দিকরা। জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ভারত এখন নির্বাচনমুখী। আগামী এপ্রিল-মে’র দিকে তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ভারতে নতুন সরকার গঠিত হবে। তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। অবশ্যই নিকট ভবিষ্যতে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর হবে।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রওনা হবেন। দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে সরকার গঠনের পর এটি প্রধানন্ত্রীর প্রথম বিদেশ সফর হ‌তে যা‌চ্ছে।

এনআই/এমজে