ভালুকা-শ্রীপুর ১৩২ কেভি সঞ্চালন লাইন চালু
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তত্ত্বাবধানে নবনির্মিত ভালুকা-শ্রীপুর (বরমী) ১৩২ কেভি সঞ্চালন লাইন চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩২.৫ কিলোমিটার দীর্ঘ এ লাইনটি চালুর ফলে শ্রীপুরে নবনির্মিত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে উত্তোলন ও সঞ্চালন করা সম্ভব হবে। বিদ্যুৎ কেন্দ্রটি শিগগিরই চালু করা হবে।
নবনির্মিত সঞ্চালন লাইনটি বৃহত্তর ময়মনসিংহ জোনে বিদ্যুৎ সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ময়মনসিংহ অঞ্চলে হাইভোল্টেজ বিদ্যুতের সরবরাহ বাড়বে ও ঘাটতি কমবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
লাইনটি চার্জ করার সময় পিজিসিবির প্রধান প্রকৌশলী (সঞ্চালন-১) মোহাম্মদ ফয়জুল কবির ও প্রকল্প পরিচালক সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওএফএ/কেএ