ডেমরায় এক বাসের ধাক্কায় আরেক বাসের চালক নিহত
রাজধানীর ডেমরার সানারপাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় মো. রাসেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল লাব্বাইক পরিবহনের চালক ছিলেন। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর গ্রামের মৃত মাসুদ সরকারের ছেলে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের সহকর্মী মো. আরিফ জানান, আমরা দুজনেই লাব্বাইক নামে একটি যাত্রীবাহী বাসের চালক। বিকেলের দিকে খাওয়া-দাওয়া শেষে রাস্তা পার হচ্ছিল রাসেল। এমন সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এ ঘটনায় ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করে থানায় নিয়ে গেছে বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/পিএইচ