শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. এহছানে এলাহীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মো. এহছানে এলাহীর আবেদনের প্রেক্ষিতে তার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী চুক্তির অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের সচিব করা হয়েছে।

এসএইচআর/এমজে