টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়ায় সেলিম আল দীন পাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি– প্রতিবাদ্যে দিবসটি পালন করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাঠাগার মিলনায়তনে সেলিম আল দীন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদের সভাপতিত্বে সাংবাদিক সেলিম মাহমুদের সঞ্চালনায় উপস্থিত অতিথিরা গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যা গবেষক, করটিয়া সাদ’ত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, রাজনীতিক শাহাদত শাজাহান, সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফুল ইসলাম ও সম্পাদক লতিফ মিয়া, সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সাজু, দ্বিতীয় সূর্যের সভাপতি তৌহিদুর রহমান তানভীর, দেওয়ান ফাহিম ফয়সাল প্রমুখ।

জাতীয় গ্রন্থগার দিবসে বক্তারা নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের সাহিত্য অঙ্গনে কৃতিত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি আলীম মাহমুদ উপস্থিত হয়ে পাঠাগারের জন্য নিজের লেখা কিছু বই উপহার দেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের জ্ঞানের বাতিঘর গ্রন্থাগারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার আহ্বান জানান।

এসএসএইচ