কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তাই যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয় স্টেশনে গিয়ে দেখা যায়, দুপুর ৩টার পর থেকে নতুন করে কোনো যাত্রীকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরেই অবস্থান করছেন। 

স্টেশনে বাইরে অপেক্ষমাণ যাত্রী কাউসার আহমেদ বলেন, জরুরি কাজে মিরপুর যাওয়া দরকার ছিল। সময় কম, ভাবলাম মেট্রোতে যাই। কিন্তু এসে দেখছি মেট্রোরেল বন্ধ, এখন যাওয়া যাবে না।

আরেক যাত্রী মিনহাজুল বলেন, এভাবে মেট্রো বন্ধ থাকার ফলে আমরা যারা নির্দিষ্ট সময়ের যাত্রী তারা ভোগান্তির মুখে পড়লাম।

রোববার দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রত্যেকটি স্টেশনে যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছে। তবে যারা একক যাত্রার টিকিট কেটেছেন তাদের অর্থ ফেরত দিয়ে দিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

যে কারণে দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনের উপরের বৈদ্যুতিক তারে জিরো ভোল্টেজ হওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা যাবত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ওসিএসে ভোল্টেজ ফিরিয়ে আনতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাজ করছে।

ওএফএ/এসকেডি