চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া তিনটার দিকে থানার আমিরবাগ আবাসিকের এস আর হাউজে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের দাবি, চোর বা চোরের দল অন্তত ১৫০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। এ ঘটনায় মালামাল উদ্ধার ও অভিযুক্ত বা অভিযুক্তদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সারওয়ার আলম খান। তিনি সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত। 

চুরির বিষয়ে সারওয়ার আলম বলেন, শুক্রবার রাতে বাসায় আমি একা ছিলাম। আমার স্ত্রী রাঙামাটিতে ছিলেন। আমাদের পাচঁ ভাই-বোনের সব স্বর্ণ আমার বাসায় ছিল। শুক্রবার রাত তিনটা চার মিনিটের দিকে বাসার পেছনের বেলকনির গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে। বাসায় থাকা পাচঁ ভাই-বোনের আনুমানিক ১৩০ থেকে ১৫০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যে রুমে স্বর্ণ ছিল সেই রুমে আমি ছিলাম। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে থানায় মামলা করতে যাচ্ছি। 

চুরির বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। আমরা চোরদের শনাক্তে মাঠে কাজ করছি।

এমআর/জেডএস