চট্টগ্রামে কারখানায় আগুন
চট্টগ্রাম নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, শুরুতে জহুর হকার মার্কেটের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। সেখান থেকে আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন, চন্দনপুরা ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, জহুর হকার্সের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি বলেন, ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন আগুন নির্বাপণের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এমআর/এমজে