অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় চট্টগ্রাম নগরের ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জানুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় নগরের লালদিঘী এলাকায় নিউ সাধু মিষ্টি ভান্ডারকে ১০ হাজার, বক্সিরহাটের জেনুইন সুইটসকে ১৫ হাজার এবং চুক্তি বাতিল হওয়ার পরও অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার দায়ে নিউমার্কেট ও আগ্রাবাদ এলাকার ৫ দোকানির প্রত্যেককে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এছাড়া চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরের ডবলমুরিং থানাধীন ডিটি রোডের মনছুরাবাদ এলাকায় ফুটপাত ও রাস্তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআর/পিএইচ