চট্টগ্রামে মারধরের মামলায় যুবক কারাগারে
চট্টগ্রামে মারধরের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো.ইউসুফ হোসাইন ভুলু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ভুলু হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আহনের পাড়ার সাহেব মিয়া বাড়ীর মৃত বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় ও হাটহাজারী থানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো.ইউসুফ হোসাইন ভুলুর বিরুদ্ধে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে গ্রেপ্তার করার দাবিতে গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ করে।
হাটহাজারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম জানান, মারধরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো.ইউসুফ হোসাইন ভুলু। সোমবার দিবাগত রাতে হাটহাজীর আহনের পাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার দায়িত্বে থাকা পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তার (জিআরও) সুমন চাকমা বলেন, হাটহাজারী থানার মারধরের মামলায় মো.ইউসুফ হোসাইন ভুলু হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেনি। এ জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমআর/এসকেডি