রাজধানীর গুলশানের নিকেতন এলাকায় রাসেল (৩২) নামে এক যুবক সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে পেশায় একটি কোম্পানির গাড়ির চালক ছিলেন।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত রাসেলের সহকর্মী মিলন বলেন, আমরা একটি কোম্পানিতে ড্রাইভারি চাকরি করি। নিকেতন এলাকায় কোম্পানির দেওয়া বাসায় আমরা থাকি। রাতে ডিউটি শেষে এসে দেখি রাসেলের কোনো সাড়া শব্দ নেই। পরে পাশের রুমে গিয়ে দেখি সে ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসার জানায় সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি বলতে পারছি না। তার বাড়ি শরীয়তপুর জেলায় তার বাবার নাম মো. খোরশেদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্যাদা রাখা হয়েছে। বিষয়টি আমরা গুলশান থানাকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করছে।

এসএএ/এমএ