মাওয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিহত
মুন্সীগঞ্জের কুচিয়ামারা হাইওয়ে রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তন্ময় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হৃদয় ও শাহীন নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত তন্ময় মুন্সীগঞ্জের মাসুদ খানের ছেলে। কামরাঙ্গীরচর খলিফা ঘাট এলাকায় থাকতেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা তন্ময়ের ভগ্নিপতি সোহাগ জানান, তন্ময় আজিমপুরের রায়হান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রাতে এক মোটরসাইকেল করে তিন বন্ধু মাওয়া ঘাটে ইলিশ খেতে গিয়েছিল। তন্ময় নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা।
আরও পড়ুন
আহত হৃদয় এবং শাহীনকে ঢামেক থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অপর দুই যুবককে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এনএফ