চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জুয়েল ওরফে ধামা জুয়েলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের বাকলিয়া এলাকার কালামিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ধামা জুয়েল স্থানীয় কসাইপাড়ার জয়নাল আবেদীন জুনু প্রকাশ জুনু চেয়ারম্যানের ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে অস্ত্র আইনে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধামা জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, কারাদণ্ডাদেশ পাওয়ার পর গ্রেপ্তার এড়াতে জুয়েল নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও দ্রুতবিচার আইনসহ ৮ মামলার তথ্য পাওয়া গেছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এমআর/এমজে