দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় গত কয়েকদিন ধরে সকালে কিছুটা বিলম্বে চলছে রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সিও।

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশান-সংলগ্ন ওয়াটার ট্যাক্সি ঘাটে ট্যাক্সি চলাচলের সমন্বয়ক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত কয়েকদিনের মতো আজ সকালেও একটু বিলম্বে চলাচল শুরু হয়েছে ওয়াটার ট্যাক্সিগুলো। শীতের সময় প্রতিদিন সকাল ৭টায় আমাদের সার্ভিস চালু হলেও আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে যাতায়াত শুরু হয়েছে। মূলত কুয়াশার কারণে এই বিলম্ব হচ্ছে। বেশি কুয়াশা হলে মাঝে মাঝেই সকালের প্রথম যাত্রাটা শুরু হতে বিলম্ব হয়।

বেলা ১২টার দিকে এফডিসি ঘাট থেকে ওয়াটার ট্যাক্সিতে করে গুলশানে এসেছেন বেসরকারি চাকরিজীবী ফয়সাল আহমেদ। তিনি বলেন, অফিসের কাজে সকালে কারওয়ান বাজার যেতে হয়েছিল। কুয়াশার কারণে ট্যাক্সি ছাড়তে দেরি হচ্ছিল। আমি পুলিশ প্লাজার কাছ থেকে হাতিরঝিলের চক্রাকার বাসে করে এফডিসি মোড়ে যাই।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে কিছুটা বিলম্ব হলেও সকাল থেকে রাত পর্যন্ত ওয়াটার ট্যাক্সি সার্ভিসটি গুলশান গুদারঘাট-রামপুরা ব্রিজ-এফডিসি এবং পুলিশ প্লাজার ঘাটের মধ্যে বিরতিহীনভাবে চলাচল করছে। 

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে পাঁচটি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়া দুর্ঘটনার পাশাপাশি মঙ্গলবার রাতে ঘন কুয়াশার কার‌ণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে প্রায় ১০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে কোথাও যানজট ও ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

এএসএস/জেডএস