শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর সরকারের ক্রমাগত হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ১২ মার্কিন সিনেটর। চিঠি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সিনেটররা যদি সে রকম চিঠি দিয়ে থাকে তাহলে তারা বলছেন— আদালতকে হস্তক্ষেপ করার জন্য।

উগান্ডা সফর শেষে মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ  সম্পাদক হিসেবে ড. ইউনূসের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলতে চাই— এখানে সরকার কোনো মামলার পক্ষ নয়। মামলায় তার শাস্তি হয়েছে। সরকার তো আদালতকে হস্তক্ষেপ করতে পারে না।

হাছান মাহমুদ বলেন, সিনেটররা যদি সে রকম চিঠি দিয়ে থাকে তাহলে তারা বলছেন— আদালতকে হস্তক্ষেপ করার জন্য। সরকার কি আদালতকে হস্তক্ষেপ করতে পারে? এটি করা কি সমীচীন? আমাদের দেশে এটা করা হবে না। কোথাও করাটা সমীচীন নয়।

ড. মুহাম্মদ ইউনূসের ওপর সরকারের ক্রমাগত হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ১২ মার্কিন সিনেটর। সোমবার ইলিনয়ের সিনেটর ডিক ডারবিনের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে তারা বলেছেন, গত এক দশকের বেশি সময় ধরে অধ্যাপক ইউনূস বাংলাদেশে ১৫০টির বেশি ভিত্তিহীন মামলার মুখোমুখি হয়েছেন।

চিঠিতে তারা বাংলাদেশে সরকারের সমালোচকদের বিরুদ্ধে আইন ও বিচার ব্যবস্থার অপব্যবহার অবসানের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া সিনেটররা হলেন- মেজরিটি হুইপ ডিক ডারবিন, টড ইয়ং, টিম কাইন, ড্যান সুলিভান, জেফ মার্কলে, জিন শাহিন, এড মার্কি, শেরোড ব্রাউন, পিটার ওয়েলশ, শেলডন হোয়াইটহাউস, রন ওয়াইডেন এবং কোরি বুকার।

এনআই/এমজে