বঙ্গবন্ধু হাইটেক পার্কে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করবে পিজিসিবি
কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কের বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ বিষয়ে হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও পিজিসিবির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
স্মারকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (কারিগরি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পক্ষে কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম গাউছ মহীউদ্দিন আহমেদ।
চুক্তির মাধ্যমে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর এ ২৩০/৩৩ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করবে পিজিসিবি। উপকেন্দ্রটি নির্মিত হলে হাইটেক সিটিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রিলায়েবল বৈদ্যুতিক সংযোগ প্রদান করা সম্ভব হবে।
ওএফএ/পিএইচ