উদ্বোধনের দ্বিতীয় দিনেও কাজ শেষ হয়নি বাণিজ্য মেলার শিশুপার্কের। কাজ শেষ হতে সবমিলিয়ে আরও দু-একদিন লাগবে বলে জানিয়েছে পার্ক সংশ্লিষ্টরা।

সোমবার (২২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় শিশুপার্ক স্থাপনে কাজ চলছে পুরোদমে। কেউ রং করছেন, কেউ বৈদ্যুতিক লাইন সংযোগের কাজ করছেন।

পার্কের দায়িত্বে থাকা কর্মচারী রবিন বলেন, আমাদের পার্কের কাজ প্রায় শেষ। খালি অল্প কিছু কাজ বাকি আছে। এগুলো আজ কালের মধ্যেই শেষ হয়ে যাবে। পরশু থেকে পার্ক চালু করা যেতে পারে।

এদিকে পার্ক চালু না হওয়ায় খারাপ লাগার অনুভূতি প্রকাশ করছেন মেলায় ঘুরতে আসা অভিভাবক ও শিশুরা। মগবাজার থেকে পরিবারসহ এসেছেন স্বপন আহমেদ। তিনি বলেন, মেলার অনেক কিছুই এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। অনেক স্টলের কাজও বাকি দেখলাম, আবার এদিকে পার্কও প্রস্তুত হয়নি। ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে এখানে একটু সময় কাটাবো। কাজ শেষ না হওয়া সেটা আর হলো না।

গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র।

ওএফএ/এমএ