সুন হাইয়ান / সংগৃহীত

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকা সফরে আসছেন।

আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসবেন চীনের ভাইস মিনিস্টার। আর এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রথম কোনো বিদেশি মন্ত্রী ঢাকা সফরে আসছেন।

ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ২৩ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসবেন সুন। পরদিন ঢাকায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে চীনা ভাইস মিনিস্টারের। ঢাকা সফরে সুনের আনুষ্ঠানিকতা নিয়ে এখনো কাজ করছে উভয়পক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত অবস্থানে ছিল চীন-রাশিয়া। দুটি দেশ বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করার পাশাপাশি পুনরায় সরকার গঠন করায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অভিনন্দন ও সমর্থন দিয়েছেন। নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য আগ্রহ ব্যক্ত করেছেন।

এ প্রসঙ্গে ঢাকার এক কূটনীতিক বলেন, চীন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। মূলত ঢাকার নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন। এ লক্ষ্যে দেশটির আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার ঢাকা সফরে আসছেন। নতুন সরকার গঠনের পর এটি চীন থেকে প্রথম সফর। এছাড়াও কোনো বিদেশি মন্ত্রীর প্রথম সফর এটি।

গত ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে টানা চতুর্থ এবং পঞ্চম মেয়াদে গত ১১ জানুয়ারি সরকার গঠন করেন শেখ হাসিনা। নতুন সরকার গঠনের ১২ দিনের মাথায় ঢাকায় পা রাখবেন চীনের ভাইস মিনিস্টার। এটি বিদেশি সরকারের কোনো প্রতিনিধির প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে।

চীনা ভাইস মিনিস্টার ঢাকায় কী বার্তা নিয়ে আসছেন— জানতে চাইলে এক কূটনীতিক বলেন, ক্ষমতাসীন দলের সঙ্গে চীনের ক্ষমতাসীনদের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সফরে রোহিঙ্গা ও অন্যান্য দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ থাকবে।

বেইজিংয়ের একটি কূটনৈতিক সূত্র বলছে, সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বেইজিং সফর করেন। মুইজ্জুর সফরের পর রোববার মালদ্বীপ সফরে যান ভাইস মিনিস্টার সুন। বর্তমানে তিনি মালদ্বীপ সফরে রয়েছেন। মঙ্গলবার মালদ্বীপ থেকে ঢাকায় আসার কথা রয়েছে সুনের।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ বলেন, নতুন সরকার গঠনের পর চীন থেকে কোনো সফর আগে হলে এটা নির্বাচন সম্পর্কিত কিছু নয়। ভবিষ্যতে কী হবে, হয়ত এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া বড় সফরের বিষয়ে আলাপ-আলোচনা হতে পারে।

ঢাকা সফরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন চীনা ভাইস মিনিস্টার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সফরে চীনা ভাইস মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের মে মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। সেবার চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব থাকা ওয়েইডং রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু ঢাকা প্রত্যাবাসন শুরু করতে প্রস্তুত ছিল না। তবে সেই বার ঢাকায় দুই দেশের ফরেন অফিস কনসালটেশনে বেইজিংয়ের নেতৃত্ব দিয়েছিলেন ওয়েইডং। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এনআই/এমজে