ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ‌যো‌গিতা ও সা‌র্বিক দিক নির্দেশনায় আমরা আজ ডিজিটাল থেকে স্মার্ট ওয়াসার দি‌কে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী চেয়েছেন স্মার্ট বাংলাদেশ। সে লক্ষ্যে ঢাকা ওয়াসাকেও আমরা স্মার্ট ওয়াসার দিকে নিয়ে যাচ্ছি।

রোববার (২১ জানুয়ারি) কারওয়ান বাজার ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের মতবিনিময় করতে এই সভার আয়োজন করা হয়।

তাকসিম এ খান বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও গত ৫ বছর ধ‌রে আমা‌দের দিক‌ নির্দেশনা দিচ্ছেন তিনি আমা‌দের মন্ত্রী মো. তাজুল ইসলাম। এই ৫ বছরে আমরা অনেক দূর এগি‌য়ে‌ছি। এ‌টি যদি আরও ১০ বছর আগে হ‌তো তাহলে আমরা আরও অনেক এগিয়ে যে‌তে পারতাম।

এম‌ডি বলেন, আমরা আশা করব আমা‌দের যে অসম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা। আমরা ঢাকা ওয়াসা‌কে অলরেডি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছি। লাভজনক প্রতিষ্ঠান বল‌তে উদ্বৃত্ত লাভজনক প্রতিষ্ঠান না। সরকারের ভর্তুকিবি‌হীন প্রতিষ্ঠানে পরিবর্তন করতে সক্ষম হ‌য়ে‌ছি আমরা।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিভাগের সচিব মুহম্মদ ইব্‌রাহিম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. সু‌জিত কুমার বালাসহ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

এএসএস/এমএ