প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গৃহীত ভিশন-২০৪১ বাস্তবায়নে ঢাকা ওয়াসার প্রতিটি নাগরিক সেবাকে প্রযুক্তির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের সব স্তরে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে স্মার্ট ঢাকা ওয়াসা ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট স্লোগান ধারণ করে ই-গভর্ন্যান্স প্রণয়নে ইনোভেশন টিম গঠন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর আট সদস্যের একটি ইনোভেশন টিম গঠন করে অফিস আদেশ জারি করেন।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর জানান, গঠিত এই ইনভেশন টিম বার্ষিক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রণয়ন, মূল্যায়ন ও রিপোর্টিং কাজ করবে। পাশাপাশি নতুন নতুন ধারণা উদ্ভাবন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা কর্মপরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্কশপ আয়োজনের উদ্যোগ নেবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভিশন-২০৪১ এর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল ওয়াসা থেকে স্মার্ট ওয়াসায় রূপান্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।

জানা গেছে, এই ইনভেশন টিমের আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলী জয়নাল আবদীনকে।

বাকি সদস্যদের মধ্যে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম মুরাদ, প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা এ এম মোস্তফা তারেক, নির্বাহী প্রকৌশলী রামেশ্বর দাশ, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তাসনিমা নাঈম, সিস্টেম অ্যানালিস্ট অর্পিতা সাহা এবং সায়েদাবাদ পানি শোধনাগারের সহকারী মাইক্রোবায়োলজিস্ট মুহাম্মদ এহতেশামুল হক।

এএসএস/এসএসএইচ