আগামী পাঁচ বছরে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন প্রত্যাশার কথা জানান ইইউয়ের রাষ্ট্রদূত।

চার্লস হোয়াইটলি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের সম্পর্কে নতুন অংশীদারিত্ব সম্পর্কের চুক্তি নিয়ে আলোচনা করেছি, যা খুব দ্রুতই সম্পন্ন হবে।

তিনি বলেন, বর্তমানে চলমান বৈশ্বিক উত্তেজনা, যেমন রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি... এখান থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়। ইউক্রেন ইস্যু ইউরোপীয় ইউনিয়নের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে আলোচনা করেছি। আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো দীর্ঘ মেয়াদে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, এসব বিষয়ে আমরা আলোচনা করেছি।

বাংলাদেশের সঙ্গে ইইউ সম্পর্ক এগিয়ে নিতে চায় জানিয়ে ইইউয়ের রাষ্ট্রদূত বলেন, আগামী পাঁচ বছরে আমাদের দুই পক্ষের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে। এরই মধ্যে আমাদের সম্পর্ক উন্নয়ন অংশীদারিত্ব থেকে রাজনৈতিক পর্যায়ে উন্নীত হয়েছে। দুই পক্ষের মধ্যে নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠায় কাজ চলছে। এর আগে আমরা রাজনৈতিক সংলাপ করেছি। সামনের দিনগুলোতেও উভয়পক্ষ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলব।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে চার্লস হোয়াইটলি বলেন, আজকের বৈঠকে নির্বাচন নিয়ে আলাপ হয়নি। আমরা নির্বাচনের পর আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। আজকের বৈঠকে আমরা আলাপ করেছি কীভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাব। সামনের দিনগুলোতে আমরা একসঙ্গে কাজ করব। এই মুহূর্তে আমাদের অনেকগুলো অগ্রাধিকার প্রকল্প রয়েছে।

তিনি বলেন, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল গেইট প্রকল্প ও রোহিঙ্গা সংকট ইত্যাদি। এছাড়া, জলবায়ু পরিবর্তন থেকে অভিবাসন সংক্রান্ত সব বিষয় আমরা অগ্রাধিকার দিয়ে কাজ করব।

এনআই/কেএ