দার্জিলিংয়ে মৌসুমের প্রথম তুষারপাত দেখলেন পর্যটকরা। টুমলিং থেকে সিঙ্গলিলা, তুষারপাত দেখতে পর্যটকদের ভিড় দেখা গেছে মঙ্গলবার (১৭ জানুয়ারি)। বেলা গড়িয়ে সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেই অন্ধকার নেমেছিল। ঠান্ডা আর বাতাসে দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা পর্যটকদের।

এরইমধ্যে জলপাইগুড়িসহ দার্জিলিংয়ের সুখিয়াপোখরি এবং একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তাতে ঠান্ডার তীব্রতা আরও বেড়েছে। তার মাঝেই শুরু হয়েছে তুষারপাত। 

মঙ্গলবার বেলা গড়াতেই দার্জিলিংয়ের সান্দাকফু, টুমলিং, মেঘমা, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত হয়েছে। সারাদিনই বরফ পড়েছে। বরফের কারণে সাদা চাদরে ঢেকে গেছে দার্জিলিয়ের বিস্তীর্ণ এলাকা।

সিকিম আবহাওয়া দপ্তরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা জানিয়েছেন, ‘মঙ্গলবার সিকিম-সহ দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হয়েছে। সুখিয়াপোখরি এলাকায় খানিকটা বৃষ্টিও হয়েছে। নাথুলা সংলগ্ন এলাকায় ভারী তুষারপাত হয়েছে। জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পাশাপাশি স্যাঁতস্যাঁতে আবহাওয়া এখন। এই রকম আবহাওয়া আরও দুই থেকে তিন দিন বজায় থাকবে।’ 

মঙ্গলবার দার্জিলিং পাহাড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : আনন্দবাজার

জেডএস