জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘আমানসিম সাওতুল কোরআন সিজন-৯’-এর ঢাকার অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়েছে ২০ কিশোর ক্বারী।

সোমবার (১৫ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ অডিশন গ্রহণ সম্পন্ন হয়। অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্মন্ন ক্বারী আবু সালেহ মুহাম্মদ মুসা ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাবিবুর রহমান মিশকাত।

বিচারকদের সূক্ষ্ম বিচার বিশ্লেষণে শ্রেষ্ঠ ২০ জন প্রতিযোগিকে ইয়েস কার্ড দেওয়ার মাধ্যমে বাছাই করে নেওয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এছাড়া, ১০জন প্রতিযোগিকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাসজুড়ে এসএ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তিন লাখ, দ্বিতীয় দুই লাখ ও তৃতীয় স্থানকারী পাবে এক লাখ টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও গিফট হ্যাম্পার।

কেএ