মাদক কারবারি ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের মামলা
চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদক কারবারি রশিদ আহমদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আকিব রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় মাদক কারবারি রশিদ আহমদের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৮ লাখ ২১ হাজার টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৭৯ লাখ ২৪ হাজার ৫০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, অপর মামলায় তার স্ত্রী মাহমুদা বেগমের দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৪৬ লাখ নয় হাজার টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং তিন কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
আরএম/কেএ