চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে অংশ নেন তারা। আমন্ত্রিত না হলেও তাদের সরব উপস্থিতি থাকে। মূলত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ভিড়ে ঢুকে স্বর্ণালংকার ও দামি মোবাইল হাতিয়ে নিতেই কমিউনিটি সেন্টারগুলোতে হানা দেয় তারা। এমন একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। 

সোমবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল, নগদ সাড়ে চার হাজার টাকা, একজোড়া স্বর্ণের দুল ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

আটকরা হলেন— জেনি বেগম ওরফে কালাবাহারনি, মামুনান্নি ও নুর মোহাম্মদ। তাদের মধ্যে কালাবাহারনি ও মামুনান্নি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে থাকেন। 

তারা দুইজন রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন। তিনি বলেন, এই চোর চক্র শহরের বিভিন্ন এলাকার কমিউনিটি সেন্টারে গিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র ও মোবাইল চুরি করে আসছে। চক্রের তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমআর/কেএ