চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পোর্টলিংক কনটেইনার ডিপোতে কালমারের (কনটেইনার পরিবহনে ব্যবহৃত বিশেষ গাড়ি) চাপায় পিষ্ট হয়ে মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভানুবাজার এলাকায় অবস্থিত ডিপোটিতে এ ঘটনা ঘটে।

মো. সালাউদ্দীনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শ্রীধরপুর এলাকায়। তার বাবার নাম মো. হাবীবুল্লাহ।

ভুক্তভোগীর ভাই গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সালাউদ্দীন কালমারে তেল লোড করছিলেন। তেল লোড শেষ হওয়া মাত্র চালক কালমার স্টার্ট দিয়ে সামনে এগোতে শুরু করেন। এতে সালাউদ্দীন পিষ্ট হয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সোমবার ভোরে সীতাকুণ্ড উপজেলার একটি ডিপো থেকে আহত অবস্থায় এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

এমআর/এসএসএইচ