পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম
কাজ সময়মতো শেষ করতে হবে, কোনো ছাড় নয়
প্রকল্প বাস্তবায়ন নিয়ে কোনো ছাড় না দেওয়ার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন নতুন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল অব. আব্দুস সালাম। তিনি বলেন, ছাড় দেওয়ার সুযোগ নেই, কাজ সময়মতো শেষ করতে হবে।
সোমবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের দায়িত্বভার বুঝে নিয়ে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
পরিকল্পনামন্ত্রী বলেন, দুনীতি এখন জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে। এটার বৈশিষ্ট্যের ওপর হাত দেওয়া যাবে না তবে জিহাদ অব্যাহত থাকবে। শতভাগ নিশ্চিত থাকেন, কোথাও ছাড় দেওয়া হবে না। পরিকল্পনা মন্ত্রী হিসাবে আমি শতভাগ দায়িত্ব পালন করবো। প্রকল্প বাস্তবায়ন নিয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। কাজ সময় মতো শেষ করতে হবে।
আরও পড়ুন
মেজর জেনারেল অব. আব্দুস সালাম বলেন, দেশে টাকা প্রয়োজন। গ্রামীণ রাস্তা ঘাট, অবকাঠামো সংযোগসহ গ্রাম নির্ভর প্রকল্পগুলোতে মনোযোগ দেওয়া হবে। যেন অর্থনৈতিক চাঞ্চল্য থাকে। এছাড়া প্রথম অগ্রাধিকার স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়ন যেন ধীর গতিতে না হয় তা দেখা হবে। এছাড়া বিদেশি ঋণের ওপর জোর দেওয়া হবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ছাড় নিয়ে জটিলতায় কোনো ছাড় নয়। দুনীতি নিরসনে কাজ চলবে। কোথায় কোথায় বাধা আছে তা বিশেষভাবে দেখা হবে।
এসআর/এমএসএ