রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ দুইজন দগ্ধ হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- নাজমা (২৫) ও তার ছেলে শিশু নজরুল ইসলাম (৪)। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, তেজগাঁও বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাজমা ও শিশু নজরুল ইসলাম নামে দুইজন জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে নাজমার শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে ও তার ছেলে শিশু নজরুল ইসলাম ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এসএএ/পিএইচ