স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেছেন, নিজের জয়ের নেপথ্যে কোনো ম্যাকানিজম নেই। তৃণমূল মানুষের সঙ্গে সবসময় ছিলাম। তৃণমূল মানুষের জন্যই সবসময় কাজ করেছি। সাভার এলাকাকে চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসীমুক্ত করার ঘোষণা করেছি। সেটা অবশ্যই আমি করব। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম শপথ নিতে এসে ঢাকা পোস্টকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদকে পরাজিত করেছেন।  

এমন কী কৌশল ছিল যার কারণে দুই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হলেন? জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত। কোনো ম্যাকানিজম নেই। সাধারণ ও তৃণমূল মানুষের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। এবারের নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হয়েছে।

তিনি বলেন, আমি সবসময় তৃণমূল মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। তৃণমূল মানুষের যেকোনো সমস্যা সমাধানে চেষ্টা করেছি। সেই আস্থা ও ভালবাসা থেকে সাধারণ মানুষের ভোটে আমি আজ এমপি।

তিনি সাধারণ মানুষের জন্য সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমার সংসদীয় আসনের মানুষের জন্য মেসেজ হচ্ছে, আমি সাভারকে ভূমিদস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শহর ঘোষণা করেছি। এসব আমি মুক্ত করব। সাভারের জন্য যা উন্নয়ন বাকি তা আমি সম্পন্ন করব, ইনশাআল্লাহ

ঢাকা-১৯ আসনে বেরসকারি ফলে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২১০টি। এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট। 

জেইউ/জেডএস