রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কাউসার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

আজ (মঙ্গলবার) সকাল পৌনে ৭টার দিকে হাসনাবাদ এলাকার মেইন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতেরে শিকার হন তিনি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

কাউসারের স্ত্রী মাকসুদা বেগম জানান, আমার স্বামী পেশায় অটো রিকশাচালক। আজ সকালের দিকে সে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ভোরে হাসনাবাদের মেইন রোডে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে তার কাছে থাকা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। দুপুরের দিকে সেখানে আমার স্বামীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ভাই আমার স্বামীকে তো আর বাঁচানো গেল না। আমরা খুব গরিব মানুষ। এখন কোত্থেকে, কিভাবে টাকার যোগাড় করে রিকশার মালিককে দেব তা বুঝে উঠতে পারছি না। এখন আমার সংসার কিভাবে চালাব, তাই বুঝে উঠতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এনএফ