শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
বিজ্ঞাপন
অভিনন্দন বার্তায় বিক্রমাসিংহে বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে আপনার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় শ্রীলঙ্কার জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার দলের প্রতি আস্থার কারণে এ বিজয়ে বাংলাদেশের জনগণ আপনাকে যোগ্য নেতৃত্বে বসিয়েছে। আপনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের জনগণের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি।
বঙ্গবন্ধুকন্যাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে। আমাদের এই বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। আপনার এ মেয়াদে পারস্পরিক সুবিধাজনক সময়ে আমি আপনাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানাতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও বাড়াবে। পাশাপাশি শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বিদ্যমান অন্যান্য সম্পর্ককে শক্তিশালী করবে।
এনআই/কেএ