রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কা আব্দুর রউফ (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

তিনি বসুন্ধরা এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার কেতাব খানায় পড়তেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফের সহপাঠী মাসুদ বলেন, আসরের নামাজের পর আমাদের হাঁটাহাঁটি করার কিছু সময় দেয়। বসুন্ধরা আবাসিক এলাকার পাশে মাদ্রাসা হওয়ায় আমরা ৩০০ ফিট এলাকায় হাঁটাহাঁটি করতে যাই। আমার সহপাঠী আব্দুর রউফ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ওই সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রউফকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে সিএনজিও প্রাইভেটকার দুটোই পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইর্মাজেন্সি সেন্টারে (ওসেক) মারা যায় সে।

তিনি আরও জানার, তার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কলবাড়ি গ্রামে। সে ওই গ্রামের আকমত আলীর ছেলে ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি