ঢাকা-৪ আসনে নৌকার সানজিদা, জাপার বাবলার চেয়ে এগিয়ে স্বতন্ত্র
ঢাকা-৪ আসনে মোট ৭৭টি কেন্দ্রের মধ্যে ৩৯টির ফলাফল এসেছে। ফলাফল অনুযায়ী, নৌকা এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
রোববার (৭ জানুয়ারি) রাতে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম জানান, মোট ৭৭টির মধ্যে এখন পর্যন্ত ৩৯টির ফলাফল এসেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক প্রতীক) ১১ হাজার ৬৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব।
বিজ্ঞাপন
এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানম পেয়েছেন ১০ হাজার ৬০৩ ভোট। সানজিদা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (২০০৮ সালের নবম সংসদ)।
অন্যদিকে, বর্তমান এমপি লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা ৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।
বাবলা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ২০১৪ সাল থেকে এ আসনের সংসদ সদস্য। গত দুটি নির্বাচনেই জাপাকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ড নিয়ে এই আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন।
এসএইচআর/এসকেডি