জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনরত প্রিসাইডিং অফিসারকে হুমকি ও আঘাত করার চেষ্টার অভিযোগে ফেনী-৩ আসনের প্রার্থী রহিম উল্লাহকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) খাইরুননেছা চিঠি পাঠিয়ে তাকে তলব করেন।

চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় (সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার দিকে) ফেনী-৩ আসনের অধিভুক্ত সোনাগাজী উপজেলার ১৩৪ নং ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। সেখানে রহিম ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আমির হোসেনকে গালিগালাজ করে তাকে মারতে উদ্যত হয়ে বিভিন্ন হুমকি দেন।

এই কাজ করে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৪ক অনুচ্ছেদের বিধান লঙ্ঘন করেছেন। তাই বিধান মতে কেন তার বিরুদ্ধে (রহিম উল্লাহ) আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হবে না সেটি আগামী ৮ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালতে সশরীরে হাজির হয়ে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আরএইচটি/এসকেডি