ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জাতীয় পার্টির হাজী মো.শাহজাহান। এই আসনে ১০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

৩০ কেন্দ্রের ফলাফলে ফেরদৌস পেয়েছেন ১২ হাজার ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী শাহজাহান পেয়েছেন ৪৮২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ফলাফল সংগ্রহ পরিবেশন অনুষ্ঠানে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।

তিনি জানান, ঢাকা-১০ আসনে মোট ভোটার তিন লাখ ২৪ হাজার ৯৩৩ জন। ইতোমধ্যে ৩০ কেন্দ্রের ফল হাতে পেয়েছি। এতে বৈধ ভোটার ছিল তিন হাজার ৪৮৩ জন।

এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন- ছড়ি প্রতীক নিয়ে শাহরিয়ার ইফতেখার, আম প্রতীকে কে এম শামসুল আলম ও টেলিভিশন প্রতীকে মো. বাহারানে সুলতান বাহার।

সকাল ৮ টা থেকে শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়।

এবার সারাদেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে।

ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২২ জন।

এমএসি/এমজে