দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকন। 

ভোটদান শেষে সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ বলেছেন, ইনশাআল্লাহ, আমার ছেলে মন্ত্রী হবে। আপনারা সবাই দোয়া করবেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফাতেমা হানিফ বলেন, ‘পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে ভোট দিয়েছি। ইনশাল্লাহ আমাদের জয় হবে। আল্লাহ দিলে ইনশাআল্লাহ আমার ছেলে মন্ত্রী হবে। আপনারা দোয়া করবেন।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ছেলে সাঈদ খোকনসহ পুরো পরিবার নিয়ে ভোট দিতে আসেন। এ সময় সাঈদ খোকন ছাড়াও সঙ্গে ছিলেন তার স্ত্রী ফারজানা সাঈদ, মেয়ে অধরা, অররা সাঈদ।

এর আগে ভোট প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ভোটের পরিস্থিতি অত্যন্ত চমৎকার। ভোটের পরিবেশ নিয়ে মোর দ্যান হ্যাপি, মোর দেন সেটিসফাইড। কয়েকটি কেন্দ্র নিয়ে যে আশঙ্কা এর আগে করা হয়েছিল, সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে পুরান ঢাকার মানুষ ভোট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে, শেখ হাসিনা যেটা বলেছেন সেটাই সঠিক।

আশাবাদ ব্যক্ত করে সাঈদ খোকন আরও বলেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন মেহেরবানি করলে এই আসন থেকে নৌকার বিজয় বিপুল ভোটে হবে।

টিআই/এসকেডি